Sunday, October 4, 2015

পিটিসি সাইটের ধোকা থেকে বেচে অনলাইনে আয় করতে চাইলে টিউনটি মনোযোগ দিয়ে একবার পড়ুন

সাগতম সবাইকে। টিটি-তে এটা আমার প্রথম টিউন যা এখানে শেয়ার করলাম । আসলে দীর্ঘদিন ধরে টিটিসহ অন্যান্য আইটি সাইটগুলোতে নানাধরনের টিউন পড়ে যাচ্ছি। তাই ওই অভিজ্ঞতা দিয়ে আজ আপনাদের জন্য একটা টিউন তৈরি করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

সূচনাঃ টিউনটার বিষয়বস্তু পিটিসি সাইট ও তাদের ধোকাবাজি। অনলাইনের কাজ করার মত আমাদের অনেকের জ্ঞান নাই বা ঐ জ্ঞান বা যোগ্যতা অর্জন করতে যে ধোর্য ও অধ্যবসায় দরকার তা নেই বা বলতে পারেন সারাদিন অফিস ও অন্য কাজ করে এই কাজ শিখার সময় আমাদের হাতে থাকে না, তবে টাকা আয় করার আগ্রহ সবার কম বেশি আছে। তাই আমরা পিটিসি সাইটগুলোর দারস্ত হই অনেকদিন পরিশ্রম করে টাকা পাওয়ার সময় হলে ঐ পিটিসি সাঈট নানা অজুহাতে পেমেন্ট না দিয়ে খালি থালা ধরিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দেয়। এতে অনেকে হতাশ হয়ে এই পথ থেকে অনেক দূরে শুধু সরে যান না তার যত আত্তীয়সজন আছে সবাইকে এই জগত থেকে একশ হাত দূরে রাখেন।

যাইহোক আপনাদের থিউরি ক্লাশ শেষ এবার প্র্যাক্টিকেল ক্লাশ শুরু হচ্ছে। আজ সকালে অন্য একটা সাইটে একজন বড় ভাই টপ টেন পিটিসি সাইটের একটা লিস্ট দিল, টিঊনটা পড়ে প্রথমে ভাল লাগল পরক্ষণে মনে হল এতগুলো পিটিসি সাইট পেমেন্ট দিলে আমাদের দেশের সবাই এসব সাইটে কাজ করে টাকা পায় না কেন শ?? তাই সাইটগূলো ফেক না রিয়েল তা চেক করে আমি পুরো হতাশ।

কার্যাবলীঃ

প্রথমে দেখে নিন বড় ভাইয়ের দেয়া টপ টেন লিস্টটিঃ

1. Buxept.com

2. HQbux.com

3. My6clix.com

4. Useclix.com

5. Neobux.com

6. Clixsense.com

7. Clixten.info

8. Familyclix.com

9. Cleverbux.com

10. Clixmension.com

তারপর আমি প্রতিটা সাইটের URL কপি করে এখনের ব্লগের ডান পাশের Scam site Ditector -এ পেস্ট করে দিলাম যার রেজাল্ট দেখে আমি সত্যি অবাক হলাম প্রায় প্রতিটা সাইট ফেক শুধুমাত্র ২টা ছাড়া।

আমার কথা বিলিভ না করে আপনারা একবার চেক করুন মনে শান্তি পাবেন। খুব একটা কঠিন কোন কাজ নয় প্রথমে ব্লগের ডান পাশের Scam site Ditector নতুন একটি ট্যাবে খুলুন...

তারপর আস্তে আস্তে উপরের সাইটগুলোর লিঙ্কগুলো কপি করে এ সাইটের নির্দিষ্ট স্থানে পেস্ট করে এন্টার দিন ব্যস পেয়ে যাবেন আপনার ফলাফল। তারপরও সমস্য হলে নিচের থাম্বানিল গুলো ফলো করুন।

১.নিচের লিঙ্কের মত করে যে কোন সাইটের লিঙ্ক কপি করুন





২. নিচের মত করে চেক করে নিন কোনটি ফেক সাইটঃ


যাই হোক প্র্যাক্টিক্যাল শেষ এখন ফলাফল আপনাদের হাতে। সব গুলো সাইট ঘুরে যে ফলাফল পেয়েছি তাতে খুব ভাল লেগেছে কারণ যে ২টা সাইট High Ttust Rating Or safe পাওয়া গেল তার একটিতে আমার আগে থেকে একাউন্ট ছিল(clixsence) আর অন্যটিতে আজ একাউন্ট খুলে ফেললাম। আপনাদেরকে বলব সময় নষ্ট না করে নিচের লিঙ্ক থেকে আপনার একাউন্ট ২ টি খুলে নিন এখুনি।

1. Register to clixsence

 clixsence -এ কাজ করার সকল পদ্ধতি আমার ব্লগের online Earning ম্যানুতে পাবেন।

আমার ফেসবুক পেজ social responsibility ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন।
আজকের মত বিদায় নিলাম আবার হয়ত দেখা হবে।ভাল থাকবেন।

Saturday, October 3, 2015

ফেসবুক প্রোফাইলে দেওয়া যাবে ভিডিও!!!!

ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে এই মাধ্যমটি ব্যবহারকারীরা প্রোফাইলে ছবির পরিবর্তে ভিডিও দিয়ে রাখতে পারবেন।

এখন থেকে এই মাধ্যমটি ব্যবহারকারীরা প্রোফাইলে ছবির পরিবর্তে ভিডিও দিয়ে রাখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়, মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পেজকে আরো উন্নত করতে একটি হালনাগাদ করা হচ্ছে। ফলে ব্যবহারকারীরা প্রোফাইলটি পারসোনালাইজ করাসহ প্রাইভেসি সেটিংস অধিক নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, মোবাইলে এই মাধ্যম ব্যবহারকারীর প্রোফাইল পরিবর্তনের অভিজ্ঞতা আরও সহজ ও উন্নততর করতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। এর কারণ দেখিয়ে তারা বলছেন, মোবাইল বিজ্ঞাপন থেকে বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় আসে।

ফেসবুকে উল্ল্যেখযোগ্য পরিবর্তন হচ্ছে-প্রোফাইল ছবি হিসেবে ভিডিও যুক্ত করা যাবে। এখন থেকে প্রোফাইলে স্থির ছবিটির স্থানে ছোট একটি ভিডিও ক্লিপ বসিয়ে রাখা যাবে। এই ভিডিওটি অনেকটাই মাইক্রোব্লগিং সাইট টুইটারের ভাইন নামের ভিডিও শেয়ারিং অ্যাপের মতো কাজ করবে।

এছাড়াও ক্ষণস্থায়ী প্রোফাইল ছবিও বসিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। প্রিয় দলকে সমর্থন করে প্রোফাইলের ছবি পরিবর্তন কিংবা কোনো কারণে সাময়িকভাবে প্রোফাইলের ছবি পরিবর্তনের দরকার হলে তা সহজেই করা যাবে। নির্দিষ্ট সময় শেষে ওই ছবিটি সরে আগের প্রোফাইল ছবিটি আবার সচল হয়ে উঠবে।

এ ছাড়াও প্রোফাইলের ছবি, নির্দিষ্ট স্ট্যাটাস কে বা কারা দেখতে পাবেন সে বিষয়টির অধিক নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে দিয়ে দেবে ফেসবুক।

Thursday, September 24, 2015

স্মার্টফোন ভিজলে কি করবেন জেনে নিন...

কখনো কখনো হাত ফসকে পানিতে, চায়ে কিংবা কফিতে পড়ে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোনটি। ভাবছেন পড়া মাত্র নষ্ট হয়ে গেল আপনার প্রিয় ফোনটি। ভাবার কোন কারণ নেই। কারণ একটু সচেতন হলেই আপনার ফোনটি রক্ষা করা সম্ভব।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বণে ভেজা স্মার্টফোনকে বাঁচানোর কয়েকটি টিপস নিচে দেওয়া হলো:

এক. প্রথমে ব্যাটারি স্টিকার চেক করুন:
কোন কারণে স্মার্টফোন ভিজে গেলে প্রথমেই এর ব্যাটারি স্টিকার চেক করুন। যদি আপনার ফোনটির ওয়্যারেন্টি থাকে তাহলে এটি ভিজলেও কোনো ক্ষতি নেই। আর যদি আপনি ফোনটি ক্ষতিগ্রস্থ অবস্থায় খুজেঁ পান তাহলে সাথে সাথেই এর ব্যাটারি খুঁলে ফেলুন।

দুই. তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন:
স্মার্টফোনটি ভেজার সাথে সাথে বড় ধরনের ক্ষতি এড়াতে তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নরম কাপড় বা টিস্যু দিয়ে পানি মুছে ফেলুন। সেই সাথে স্মার্টফোনের ব্যাটারি, সিম, ম্যামোরি কার্ড খুলে ফেলে সেগুলোও বাতাসে শুকাতে দিন।

তিন. পুঙ্খানুপুঙ্খ ভাবে ফোন মুছে ফেলুন:
নরম কাপড় দিয়ে ফোনটি ভালোভাবে মুছে ফেলুন। এমনকি যদি সম্ভব হয় তাহলে ফোনের পানি বের করার জন্য একটা ছোট ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে চুল শুকানোর মেশিন ব্যবহার না করাই ভালো।

চার. বাটিতে চাল নিয়ে তার মধ্যে ফোনটি রাখুন:
ভেজা স্মার্টফোনটি রাতভর বাটির চালে ডুবিয়ে রেখে দিন। তাহলে চাল এটি থেকে আর্দ্রতা চুষে নিবে। এতে করে আপনার ফোনটি ভালো থাকবে।

পাঁচ. স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা অপেক্ষা করুন:
ভেজা স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা কিংবা আরও বেশি সময় অপেক্ষা করলে ভালো হয়। এমনকি এর অন্য প্রয়োজনীয় উপাদানগুলোও ভালোভাবে শুকিয়ে নিন। এরপর স্মার্টফোনে সব উপাদান ঠিকঠাকমতো লাগিয়ে এটি চালু করুন। চালু না হলে পাশাপাশি কোন কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

ছয়. বাতাসে শুকান:
স্মার্টফোনের ভেজা উপাদানগুলো কোন খোলা রুমে ফ্যানের নিচে রাখা ঠিক নয়। এগুলো বাতাসে তথা এয়ার কন্ডিশনের সামনে ধরলে কয়েক মিনিটের মধ্যেই তা শুকিয়ে যায়।



Monday, September 21, 2015

Androide ফোনের প্রয়োজনীয় সব Software

Facebook Messenger

Version: 41.0.0.13.125 (15118308)

Uploaded: September 19, 2015 at 11:02PM GMT+0600

File size: 18.39 MB (19,278,373 bytes)

Minimum Android version: Android 4.0.3+ (Ice Cream Sandwich, API 15)

Opera Mini

Version: 11.0.1912.95711 (111095711)

Uploaded: September 8, 2015 at 2:38PM GMT+0600

File size: 3.22 MB (3,379,629 bytes)

Minimum Android version: Android 2.3+ (Gingerbread, API 9)

UC Browser
Version: 10.7.0 (202)

Uploaded: September 7, 2015 at 9:09PM GMT+0600

File size: 17.23 MB (18,066,137 bytes)

Minimum Android version: Android 2.3+ (Gingerbread, API 9)

Google Play Store
Version: 5.9.12 (80391200)

Uploaded: September 16, 2015 at 1:27AM GMT+0600

File size: 13.22 MB (13,859,135 bytes)

Minimum Android version: Android 2.3+ (Gingerbread, API 9)

Whats App
Version: 2.12.286 (450701)

Uploaded: September 18, 2015 at 12:05AM GMT+0600

File size: 22.64 MB (23,741,287 bytes)

Minimum Android version: Android 2.1+ (Eclair, API 7)

Facebook Lite
Version: 1.12.0.94.215 (26)

Uploaded: August 25, 2015 at 12:37PM GMT+0600

File size: 0.44 MB (461,620 bytes)

Minimum Android version: Android 2.2+ (Froyo, API 8)

YouTube
Version: 10.37.56 (107756130)

Uploaded: September 19, 2015 at 8:45PM GMT+0600

File size: 16.17 MB (16,953,703 bytes)

Minimum Android version: Android 4.0.3+ (Ice Cream Sandwich, API 15)

Maximum Android version: Android 5.1 (Lollipop, API 22)

Instagram
Version: 7.7.0 (15123498)

Uploaded: September 19, 2015 at 1:06PM GMT+0600

File size: 10.03 MB (10,515,348 bytes)

Minimum Android version: Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)

Google Street View
Version: 2.0.0.101851429 (21554)

 
Uploaded: September 3, 2015 at 8:08AM GMT+0600

File size: 30.03 MB (31,483,969 bytes)

Minimum Android version: Android 5.0+ (Lollipop, API 21)

FireChat
Version: 7.2.0 (720)

Uploaded: September 19, 2015 at 9:42PM GMT+0600

File size: 8.61 MB (9,030,859 bytes)

Minimum Android version: Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)

Skype
Version: 6.2.0.17000 (100811368)

Uploaded: September 15, 2015 at 8:34PM GMT+0600

File size: 30.89 MB (32,393,612 bytes)

Minimum Android version: Android 4.0.3+ (Ice Cream Sandwich, API 15)

Android Pay
1.0.103342659-930001308-minAPI19.apk

Version: 1.0.103342659 (930001308)

Uploaded: September 19, 2015 at 5:03AM GMT+0600

File size: 7.54 MB (7,906,481 bytes)

Minimum Android version: Android 4.4+ (KitKat, API 19)

YouTube Gaming
Version: 1.0.0.8 (10000083)

Uploaded: August 26, 2015 at 9:47AM GMT+0600

File size: 9.71 MB (10,186,783 bytes)

Minimum Android version: Android 4.1+ (Jelly Bean, API 16)

Email
Version: 7.0-1669963 (7008110)

Uploaded: March 26, 2015 at 3:47AM GMT+0600

File size: 5.49 MB (5,753,121 bytes)

Minimum Android version: Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)

এবার গুগল প্লে স্টোর থেকে কিছু প্রয়োজনীয় অ্যাপের লিংক দিচ্ছিঃ
SHAREit - Connect & Transfer
Updated:  September 17, 2015

Installs:  50,000,000 - 100,000,000

Current Version:  3.0.8_ww

Requires Android: 2.2 and up

Bangla Dictionary (bangla-english and english-bangla)
Updated:  March 12, 2015

Size: 13M

Installs:  1,000,000 - 5,000,000

Current Version:  Iris

Requires Android:  2.3 and up

Ridmik Keyboard
Updated: March 16, 2015

Size: 2.7M

Installs: 1,000,000 - 5,000,000

Current Version:  4.1

Requires Android:  2.2 and up

Clipper - Clipboard Manager
Updated: July 5, 2015

Size: 3.1M

Installs:  1,000,000 - 5,000,000

Current Version: 2.4.6

Requires Android:  2.3 and up

যদি টিউনটি ভাল লেগে থাকে, তাহলে লেখককে একটি ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু।

আর যদি এটি আপনের উপকারে লাগবে বলে মনে হয় তাহলে প্রিয় টিউনে রাখতে ভুলবে না।

Sunday, September 20, 2015

৪৯ ডলারে ট্যাব নিয়ে আসছে আমাজন!!!

বিশ্বের শীর্ষ অনলাইনে বেচাকেনার সাইট অ্যামাজন ডটকম মাত্র ৪৯.৯৯ মার্কিন ডলারে ট্যাব বাজারে ছাড়তে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩ হাজার ৮৮৮ টাকা।

‘অ্যামজান ফায়ার ট্যাব’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অ্যামজান ফায়ার ট্যাব’ নামের এই গ্যাজেটটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকেই বিভিন্ন দেশের গ্রাহকরা কিনতে পারবেন।

ডিভাইসটি উন্মোচনের তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলেও আপাতত এর প্রি অর্ডার নেওয়া হচ্ছে। তবে অ্যামাজন জানিয়েছে, প্রি অর্ডারকারী গ্রাহকদের জন্য ট্যাবটি ফ্রি শিপিংয়ে তাদের হাতে পৌঁছে দিবে তারা।

ফিচারের দিক থেকে এই ৭ ইঞ্চির এই ট্যাবটিতে রয়েছে আইপিএস ডিসপ্লে এবং রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ জিবি অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ট্যাবটিতে রয়েছে ১ জিবি র‍্যাম এবং ফ্রি আনলিমিটেড ক্লাউড স্টোরেজ।

এতে ব্যবহার করা হয়েছে, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ ফায়ার ওস ফাইব। ডিভাইসটি একবার চার্জ করে নিলে টানা সাত ঘন্টা সচল থাকবে।

অ্যামাজনের ঘোষণা মতে, কেউ পাঁচটি ট্যাব এক সঙ্গে অর্ডার দিলেই একটি ট্যাব তাকে দেওয়া হবে একদম ফ্রি।

কেউ চাইলে আমাজনের এই লিংকে https://www.amazon.com/gp/gw/ajax/s.html এ গিয়ে ডিভাইসটি কেনার জন্য অর্ডার দিতে পারবেন।

Saturday, September 19, 2015

মাত্র ১৭ হাজার টাকায় ল্যাপটপ!!!

স্মার্টফোনের পর এবার বাজারে ল্যাপটপ আনল ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। তবে ল্যাপটপটি মূলত একটি ট্যাব। এটির সঙ্গে বিশেষ কিবোর্ড ডক জুড়ে দিলে মনে হবে ল্যাপটপ। এটি ক্যানভাস সিরিজের। যার নাম ক্যানভাস ‘ল্যাপট্যাব’।

Micromax-Laptab
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ইন্টেলের অ্যাটম প্রসেসর। ডিসপ্লে ১০.১ ইঞ্চির। কিবোর্ড ফ্রেবিক দিয়ে তৈরি। ল্যাপটপটির ডিসপ্লে ডব্লিউএক্সজিএ আইপিএস প্রযুক্তির। প্রসেসর ১.৮ গিগাহার্টজের অ্যাটম। যদিও ল্যাপটপটিতে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে। ব্যবহারকারীরা চাইলে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড করে নিতে পারবেন। ল্যাপটপটির র্যা ম ২ জিবি। ব্যাটারি ৭ হাজার ৭০০ মিলি অ্যাম্পায়ারের। বিল্টইন মেমোরি আছে ৩২ জিবি। সঙ্গে ফ্রিতে মিলছে ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ। এটির ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

সব মিলিয়ে ভারতের বাজারে এর দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬৪৩ টাকা।

ফেসবুক জীবন দেখুন ৬২ সেকেন্ডে

প্রতিদিনই আমরা সুখ-দুঃখ, রাগ, আবেগ-অনুভূতির অনেক ছবিই ফেসবুকে আপলোড করি। আপলোড করা সেইসব ছবিতে কত কথাই না লুকিয়ে আছে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা হয়তো ভুলে যাই অনেক পুরানো স্মৃতির কথা।

Facebook
ছবিগুলো যদি একসঙ্গে আপনার চোখের সামনে পরপর চলতে থাকে। তাহলে মুহূর্তে আপনার ধূসর স্মৃতি আবার হয়ে উঠবে সবুজ।
ফেসবুকে ‘এ লুক ব্যাক’ নামের টুল ঠিক সেই কাজটাই করেছে মাত্র ৬২ সেকেন্ডের মধ্যে। আপনার প্রোফাইলে আপলোড করা সব ছবি ভিডিও আকারে দেখতে পাওয়া যাবে। সেই ভিডিওতে, যখন থেকে আপনি ফেসবুকে আছেন তখন থেকে আপনার আপলোড করা সব ছবি দেখা যাবে।
আপনার ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন:

FACEBOOK LOOKBACK

এর পাশাপাশি আপনি দেখে নিতে পারবেন আপনার সবচেয়ে বেশী `লাইক`পাওয়া ছবি। আপনার ফেসবুক জীবনের এই ভিডি সবার সঙ্গে শেয়ারও করতে পারবেন। দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার ছবি দেখতে দেখতে হয়ত আবেগআপনাকে ভরও করতে পারে।
আপনার এই ভিডিওটিকে নিজের মতো করে এডিট করতে পারেন।

Friday, September 18, 2015

Symphony Z5 Pro comes with new Dimention with great feature

সিম্ফনি জেড ফাইভ প্রো বাজারে নিয়ে এলো নতুন চমক এবং চমত্কার ফিচার নিয়ে এলো বেশ অল্প দামে।নতুন সংসকরণসহ মবিলেফোনটি আগামী দুই এক দিনের মধ্যে বাজারে আসছে। 


৫.১ androide ললিপপ ডুয়াল সিম সেটটির উভয় পশে রয়েছে গরিলা গ্লাস ৩। ২৩০০এম এ এইচ এর ব্যাটারীর 
এইচডি ভিডিও  (১২৮০*৭২০) দেখা যাবে ৫ইঞ্চি ডিসপ্লেতে। রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাশাপাশি ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ৪পি ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে প্রানবন্ত সব সেলফি। ১.৪ অক্টাকোর্ প্রসেসর এর সাথে থাকছে ২জিবি র্যাম। এছাড়া থাকছে ১৬জিবি স্টোরেজের যা ৩২জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এই  হ্যান্ডসেট টিতে ব্যবহার করা হয়েছে অত্যধুনিক 'ইমার্জেন্সি রেসকিউ ফিচার সাপোর্ট '  যা একবারে নতুন একটি ফিচার। মোবাইলটির দাম নির্ধারণ করা হয়ছে ১৩,৯৯০ টাকা। 

Saturday, September 12, 2015

খুব সহজে ৬০দিনের পূর্বে ফেইসবুকে নাম পরিবর্তন করুন............

আজ আপনাদের সাথে একটা অদ্ভুত সমস্য নিয়ে আলোচনা করব..অনলাইন জগত বলতে অনেকে হয়ত ফেইসবুক ছাড়া আর কিছু বোঝে না। নিজের ফেইসবুককে নিত্যনতুন রূপে সাজাতে গিয়ে এসব ফেইসবুক পাগল মানুষগুলোকে নানা সময় নানা সমস্য মোকাবেলা করতে দেখা যায় । যেমন.... আপনাদের অনেকের ইচ্ছে থাকে কিছু দিন পর পর নাম পরিবর্তন করা কিন্তু ফেইসবুক আইন সিদ্ধ নয় এই প্রক্রিয়া, তাই আপনাদের জন্য এই লেখাটা নিয়ে এলাম।
      আশা করি লেখাটা পড়ার পর আপনি চাইলে প্রতিদিন একবার করে নাম পরিবর্তন করতে পারবেন,তাই পুরা স্ক্রিনশর্টসহ আপনাদের কাছে টিউনটি উপস্থাপন করলাম :-
১.নিচের কোডটি লিখুন-

Saturday, August 15, 2015

কি রেখে যাচ্ছি পৃথিবীতে --কখনো ভেবেছেন কি???

আমার এই ব্লগের  লক্ষ্য  ও উদ্দেশ্য  মানুষের মধ্য গণসচেতনতা সৃষ্টি করা  । জানি কাজটি হয়ত এত সোজা না ,তবে চেষ্টা থাকবে স্বপ্ন  নিয়ে এগিয়ে যাব যে স্বপ্ন দেখেছিলাম খুব ছোট থেকে  এ দেশ হবে পৃথিবীর পরাক্রমসালি দেশের একটি। আমি যে সপ্ন্ টার কথা লিখছি তা হয়ত দেশের ৯৯%  মানুষ্ দেখে কিন্তু সবাই আবার আমার মতই ভাবে আমাদের হাত পা বাধা আমরা চাইলেও কিছু করতে পারব না।
এ কথা যখন লিখছিলাম তখন আমেরিকার একটি রেডিওতে বিজ্ঞাপন শুনতে পেলাম যার শেষ লাইন হল ' Do not throw garbaze anywhere. help us to recycle it and make america healthy for living'. আমেরিকার মত দেশে যদি রেডিও তে এমন এড চলতে পারে তবে আমাদের দেশে কেন গণসচেতনতামূলক এ এড চলতে পারে না। এখন কি মনে হচ্হে না আসলে আমাদের অনেক কিছুই করার আছে যা আমরা কখনো অনুভবই করি না। হয়ত এই অনুভুতি হওয়ার আগে ই অনেকে এই ধরিত্রী ছেড়ে মহান আল্লাহ তালার কাছে পৌছে যান ,জানি না  ওপরে এই অনুভতিহীনতার কি শাস্তি বরাদ্দ আছে তবে শাস্তি যে আছে এতে আমার কেন বোধ করি কারোই সন্দেহ থাকার কোনো অবকাশ নাই।
পর সমচার এই যে,আমরা যে জাতি  হিসবে খুব একটা উন্নত না তাতে কোনো সন্দেহ নাই, তাই অন্যের ভলো হবে তা হয়ত আমরা চিন্তা করি না কিন্তু নিজের ভালোটাও যদি আমরা সঠিক ভাবে চিন্তা করতাম তা হলে হয়ত আমরা উন্নত দেশের একটি হতাম। যেমন আমরা সুযোগ পেলেই আয়কর ফাকি দেই কিন্ত কখনো ভাবি না এই  আয়কর আবার আপনার আর আমার কাছেই ফিরে আসবে? অনেকে হয়ত ভাবছেন এসব নীতিবাক্য আমাদের দেশে প্রযোজ্য নও,কারণ যে দেশে এনবিআর আর   সিটি কর্পোরেসন কর্মকর্তা এবং কর্মচারীরা এই রাজস্বের  একটা অংশ নিয়ে দেশের এক বিরাট অংশের ক্ষতি করে ফেলে,সেই কর্মকর্তা বা  কর্মচারী হয়ত সামান্য লাভবান হয় তবে বেশির ভাগ ক্ষেত্রে যিনি ঘুষ দিচ্ছেন তিনি ক্ষতিগ্রস্থ হন সবচেয়ে বেশি কারণ তিনি যে ঘুষ দিচ্ছেন তা হয়ত তার সেই রাজস্বের সমান না হলেও খুব ই কাছাকাছি আর তাও আবার এই ঘুষগুলো শুনেছি চেইন বিক্রিয়ার মত শুরু হয়  মৃত্যু দিয়ে শেষ হলেও বংশগতিবিদ্যা দিয়ে হাজার বছর বেচে থাকে। মকবুল বুড়োর জায়গায়  মনতু এরপর মনতুর ছেলে এসে হাজার বছরে  ধরে আবুলের মত ঘুসখোরদের লালনপালন করে দেশের দুর্গতির কান্ডারী হয়ে থাকছে। আবার সেই অসৎ কর্মকর্তা বা  কর্মচারীরা দুদুক বা  মন্ত্রীদের ঘুষ দিয়ে দেশের সব জায়গায় সাম্যবস্থা বজায় রাখে। অর্থাৎ  একজন পিওন থেকে শুরু করে উচ্চশিক্ষিত  সচিব বা মন্ত্রী পর্যন্ত আমরা সবাই আজ দুর্নীতিগ্রস্থ। এমন দেশে উন্নয়ন কি আদৌ সম্ভব ?????????
প্রতিদিন রাস্তায় বের হলে নানা অনিয়ম আর বিশৃঙ্খলা কেমন যেন আমার মানব মনকে বিষিয়ে তোলে, মনে হয় আমরা চাইলেই এই সামান্য বিশৃঙ্খলতা  অতিক্রম করে একটা সুশ্রী জাতি হতে পারি।তবে আমার  মনে হয় আমরা যে যার অবস্থানে একটা আইন বানিয়ে নি যার ফলে রাস্তায় নামলে দেখতে পাই আইন ভাঙ্গার একটি চমতকার প্রতিযোগিতা। মজার ব্যাপার হলো আমাদের  জায়গা পরিবর্তনের  সাথে কেমন যেন  চরিত্র ও পরিবর্তন হয়ে যায়। রাস্তায় আমাদের বাসের যাত্রীদের একটা সাধারণ অভ্যাস হলো অজস্র বকাবকি করা, মজার ব্যাপার হলো, সে দিন একজন বাস চালককে সাধারণ যাত্রীর আসনে  দেখে আমি অবাক না হয়ে পারলাম না কারণ তিনি নিজেও সমানে বর্তমান চালককে বকাবকি করে যাচ্ছেন অনুর্গল ভাসায়  দিধাহীন চিত্তে। ছোট একটা উদহারণ দিলাম এই চরিত্র আমাদের সমাজ ও রাষ্ট্র জীবনে খুবই সাধারন ঘটনা। সরকার দলে থাকলে আমরা ভুলে যাই বিরোধী দলে থাকাকালীন সময় তার অবস্থান ??আর বিরোধী দলে থাকাকালীন ও খুব একটা উন্নত থাকি না। তাই রাজনীতি থেকে খুব একটা উন্নতি করতে পারব না তা শুধু  আমি কেন  জনতার মঞ্চে দাড়ানো রাজনীতিবিদ ছাড়া সবাই এমন কি একটা শিশু বাচ্চাও বোঝে। শিশুর কথা বলতে সাবেক সচিব সা'দত হোসেইন-এর কিছুদিন আগে প্রকাশিত একটা কলামের কথা মনে পড়ে   গেল, তার মতে  আমরা মাত্র নিম্নমধ্যবিত্ত দেশের তালিকায় নিজেদের নাম লিখিয়েছি  আর মধ্যবিত্ত হতে আজ ঢের  দেরী (২০৩০ সালে হয়ত মাথাপিছু আয় ৪০০০$) তাও যদি এই হারে প্রবৃধি থাকে ,তার মতে  এটা অসম্ভব  কিছু না  কারণ বাংলাদেশের বর্তমানে বাজার অর্থনীতি বা কৃষি বা প্রাইভেট সেক্টরের যে অবস্থা তাতে  একজন শিশু বা আনাড়ি কাউকেও যদি এখন ক্ষমতায় দেওয়া হয় তবে সেও হয়ত এই প্রবৃধি রাখতে পারবে। যাই হোক আমার আলোচনার বিষয়বস্তু আসলে রাজনীতি নয় কারণ  রাজনীতি আমার কাছে সবসময় অদ্ভুত কোনো মানুষখেকো সমাজের উপদান বলে মনে হয় তাই সে  অদ্ভুত  বস্তু দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব  বলে আমার আদৌ  মনে হই নি বা সামনে হবে বলেও মনে হয় না,  তাই ও বিষয় নিয়ে কথা না বলাটাই যৌক্তিক মনে করছি। তারা চাইলেও কোনো পরিবর্তন আসবে না যদি আমরা প্রত্যেকে পরিবর্তন না হই। আইন মেনে না চলার যে বদভ্যাস  আমাদের হয়েছে তা কারো পক্ষেই বোধ করি পরিবর্তন করা সম্ভব নয়।  উদাহরণসরূপ আমাদের দেশে আইন আছে রাস্তা পারাপারের সময় ওভারব্রীজ ব্যবহারের কিন্তু যে আইনটি না মানার ব্যাধি আমি শিক্ষিত লোকের মাঝেই সবচেয়ে বেশি দেখেছি। আমরা শুধু অর্থনৌতিক ভাবে মিডল ক্লাস হতে চাই না কাজে কর্মেও হতে চাই, না হলে ছোট বেলা থেকে বইয়ের বোঝা কাধে নেয়ার সুফল কিছুই আসবে  না বরং কুফল আসবে বহগুন বেশি। আসলে আমাদের শিক্ষার পদ্ধতিটি অতি অদ্ভুত কারণ এতে পুস্তকের জ্ঞানটুকু গলাধকরণের মাধ্যম মস্তিস্কে গিয়ে নিউরোসিস্টেমের আদেশ মোতাবেক হরমন সাহেবেরা কলমের আগায় পৌছাতে সমর্থ হলেও বিবেকসহ বাকি অঙ্গ প্রত্যঙ্গে পৌছানোর যে গুরুদায়িত্ব তাকে দেয়া হয়েছিল তার কথা সে(নিউরোসিস্টেম) বেমালুম ভুলে যায়, তাই বিবেকের অভাব আমাদের বাকি অঙ্গপ্রতঙ্গে স্পষ্ট  প্রতিভাত হয়।

   যাইহোক হাজারো সমস্যা হয়ত আমাদের আছে তবে এমন নয় যে  আমাদের গর্ভ করার কিছু নাই, তাও আছে কিন্তু কেন যেন  আমরা পুরো জাতি বাংলাদেশ ক্রিকেট দলের মত  ক্লিক করতে পারছি না। তাই আমার ব্লগের নয় বোধ করি ১৬ কোটি মানুষের ই উদ্দেশ্য হওয়া উচিত।

                      ব্যক্তি --পরিবার -- সমাজ ---গ্রাম --দেশ 

যে ভাবেই আপনি ব্যাখ্যা  করেন পৃথিবীতে এ কাজটি করার  চেষ্টাটুকুও যদি না করতে পারি তাহলে সেই অনুভতিহীন মানুষের মত আপনি আর আমিও হয়ত বিদায় নিবো।

        কিন্তু একবার ভেবে  দেখুন এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি???? 

Online Earning

স্বাগতম  আপনাদের সবাইকে আমার এই সামাজিক দায়বদ্ধতা নামক ব্লগে। সামাজিক দায়বদ্ধতা হলো সমাজে শান্তির পথ সুগম করা আর তা তখনই  মিলবে যখন আমাদের সমাজে অর্থনৈতিক মুক্তি আসবে, আর তা আমরা তখন ই  পাব যখন সমাজে প্রতিটা ব্যক্তি   স্বনির্ভর হবে। আর আমাদের মত দেশে পড়াশুনা করা আবার ভালো চাকরি পাওয়াটা খুব একটা সহজ কাজ নয় । তাই স্বনির্ভর হওয়া ততটা কঠিন যতটা কঠিন কচু পাতার উপরিপৃষ্ঠে পানি থাকাটা, কিন্তু আমরা প্রত্যেকে যদি স্বনির্ভর না হতে পারি তাহলে সমাজে পরিবর্তন আসবে না,সমাজে পরিবর্তন না এলে শহরে/গ্রামে  পরিবর্তন আসবে না সর্বশেষে দেশে পরিবর্তন আসবে না। আমরা সবাই যদি ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার দ্বারা আমাদের দেশের ইকোনমিকে এগিয়ে নিতে না পারি তাহলে দেশ এগোবে না,নিজেকে  গুরত্বহীন মনে হবে সবসময়।যাই হোক মূলকথায় আসা যাক, চাকরি না পেলেই সব গেল, চাকরি পেলেই সব অর্জন হয়ে গেল তা ভাবার কোনো কারণ নাই। আমি মনে করি চাকরি কোনো মানুষ্ খুব আনন্দ নিয়ে করে তা নয়, তাই চাকরি না পেলে তার পিছনে হন্যে হয়ে ঘুরতে হবে তা খুব একটা জরুরি না ( তবে আমাদের এই দুর্বল সমাজে পারলে একটা চাকরির ব্যবস্থা করে ফেলাটা উত্তম ),যাই হোক চাকরি করে টাকা আয় করবেন কিন্তু মনে শান্তি থাকবে না। তাই জবের প্রতি জোর দেয়ার পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে সামান্য জ্ঞান রাখলে আর চেষ্টা করলে খুব সহজে (???) চাইলে জব করে যত আয় করবেন তার থেকে বেশি আয় করতে পারবেন।

আজ আপনাদের সাথে অনলাইন-এ আয় করে স্বাবলম্বী হওয়ার পথপরিক্রমা নিয়ে কিছু কথা বলব -আসা করি আমল করবেন এবং নিজেক এগিয়ে নিয়ে যাবেন :

Online-এ আয় করতে হলে খুব বেশি জ্ঞানী হতে হবে তা নয় তবে ধোর্য থাকাটা খুব   জরুরি কারণ একদিনে আপনি হয়ত সফল হবেন না  ৫-১০ দিনেও হবেন না কিন্তু চেষ্টা করে যান সফলতা আসবেই কারণ প্রেক্ষাপটের অনেক পরিবর্তন আসছে গ্রামেও এখন মোটামোটি হাই স্পিড ইন্টারনেট আছে যা একসময় অনেক বিরল ছিল,তবে প্রতিযোগিতাও বাড়ছে। তাই দেরী করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।

যাই হোক মূলকথায় আসি আমার  এখনকার ব্লগটা Begainner এর জন্য , জ্ঞানী  লোকজন বেশি মনোযোগ না দিলেও চলবে। যাইহোক  দেরী নাকরে শুরু করা যাক ;

Online-এ আয়ের সব চাইতে ভালো রাস্তা হলো কিছু কাজ শিখা যা নিচে দিলাম

1)Web-Design

2)Web-Development

3)Graphics Design

মূলত এই তিনটি কাজ শিখে আপনি O-Desk(Up-work),Freelance, Elance,worrior Forum( শব্দ গুলো নতুন হলে  গুগলে সার্চ দিয়ে দেখবেন ,actually এই সাইট গুলে অনলাইন-এ নানারকম কাজ offer করে থাকে ) যেখানেই  কাজ শুরু করেন না কেন আপনি সফল হবেন নিশ্চিত আপনি একসময় হয়ত আপনার আয় হবে ১০০$.২০০$.........৩০০০$ তাও শেষ নয়। তাই  O-Desk(Up-work),Freelance, Elance,worrior Forum এই সাইট গুলোতে একাউন্ট খোলার আগে ওপারের কাজ গুলা শিখে নেন।কিন্তু কিভাবে  শিখবেন ,কোথা থেকে শুরু করবেন ,এ চিন্তা করে করে সময় পার হয়ে  যায় কিন্তু আর আয় করা হয় না। তাই আপনাদের জন্য চত্ব একটা guideline তৈরী করলাম। আপনার কাজ  হলো আপনি নিচের কাজ গুলো সিরিয়ালি শিখে নিন-

1)HTML(HTML5)

2)CSS(CSS3)

3)Java Script

4)Php

5)My SQL

6)Photoshop

মোটামোটি 1,2,3,6 no. পর্যন্ত শিখে কাজে নেমে পড়তে পারেন O-Desk(Up-work) দিয়ে। কাজগুলা শিখার জন্য কারো দারস্থ হওয়ার দরকর নাই। ইউটিউব -এ হাজার হাজার বাংলা টিউটোরিয়াল পাবেন ডাউনলোড করবেন আর শিখবেন। তাও সমস্যা হলে আমাক জানাবেন আমি সব এখানে আপলোড করে দিব। এছাড়া  O-Desk(Up-work) প্রোফাইল ১০০% করাসহ সব কাজে আমি আপনাদের হেল্প করতে প্রস্তুত আমার জ্ঞানের সীমার মধ্যে। হয়ত খুব ভালো ভাবে কাজ গুলা শিখতে আপনার ৩মাস লাগবে যদিও সময়টা আপেক্ষিক ব্যপার । আপনার ইচ্ছার উপর সময় নির্ভরশীল। আশা  করি আপনারা আমার  উপরেরে পরামর্শ গুলো মেনে চলবেন।

এখন এই ৩ মাস  সময়ের  মধ্যে যেন আপনি বিরক্ত হয়ে না পারেন তার জন্য একটা সর্টকার্ট আয়ের  পথ বলে দিব। আর তা হলো PTC OR  PPC site যাই বলেন কেন ??

এই সাইট গুলো থেকে আয় করা খুব সোজা,শুধুমাত্র এক একটা AD-এ ক্লিক করবেন আর আপনার একাউন্ট কারেন্সী যুক্ত হতে থাকবে। তবে সাবধান কারণ অনলাইন -এ প্রচলিত  PTC OR  PPC site-গুলার মধ্যে ৯৫% হলো fake,যেখানে আপনি হয়ত কষ্ট করবেন কিন্তু ডলার গুলা আর আপনর হবে না। তাই আপনাদের সামনে  আমি আপাতত ২তা  PTC OR  PPC site সম্পর্কে বলব যারা বাজারে ৬ বছর ধরে আছে এবং নিয়মিত পেমেন্ট দিয়ে যাচ্ছে ,সাইট ২টি হলো -

1)Neubox

2)Clixsence

সাইট ২টির কার্যক্রম অনেকটা একইরকম,Neubox-এর ক্ষেত্রে -প্রতিদিন নির্দিষ্ট সময়ে তাদের সাইট কিছু  AD-আসবে ,আপনার কাজ হল ঐ  AD-গুলা নিউ ট্যাব-এ ওপেন হলে Cloze শব্দটি না আসা পর্যন্ত দেখা,Cloze শব্দটি আসা মাত্র ক্লোজ করে দিয়ে আগের ট্যাব-এ গিয়ে নতুন আরেকটা AD-দেখা। আর Clixsence নতুন ট্যাব -এ ফার্স্ট কোনটি বিড়াল তা সিলেক্ট করে নূনতম সময় পার হবার পর ট্যাব বন্ধ করে আরো একটি AD দেখতে হবে। আয় অতি সামান্য ১০-১৫ দিন পর্যন্ত আপনার আয় হবে অতি সামান্য।সেটাকে প্রস্তুতির সময় ভেবে প্রতিদিন AD গুলা দেখাতে হবে আপনার দায়িত্ব।১০-১৫ দিন কাজ করার পর আপনি Rented Referrals এবং Direct referrals কিনতে পারবেন যা দিয়ে আপনার আয় দিন দিন বেড়ে যাবে তাছাড়া আপনি পাবেন ছোট ছোট কাজ করা সুযোগ (যার একটা কাজের জন্য আপনি ২সেন্ট থেকে সুরু করে ২ডলার পর্যন্ত পেতে পারেন ).........এভাবে এ সাইট গুলা থেকে আপনি হয়ত ৪০০-৫০০$ পর্যন্ত আয় করতে পারবেন।

পেমেন্টর বেপার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। payza (www.payza.com )-এ একটি একাউন্ট খুলে নিবেন ,আপনার ব্যাঙ্ক একাউন্ট টি সেখানে যুক্ত করে দিবেন, আপনার আয়কৃত ডলার payza তে payout নিবেন এবং payza র ডলার আপনার ব্যাঙ্ক একাউন্ট ট্রান্সফার দিবেন,তা টাকা হয়ে আপনার ব্যাঙ্ক একাউন্ট এ জমা হয়ে যাবে।তাহলে  আর দেরী করবেন না নিচের ২টি লিংক থেকে  সাইট ৩ টি তে Register আজ হতেই আয়ের পথ বেছে নিন --

১)Register to Neobux


২)Rgister to Clixsence

 

৩)Register to Clicknbux

**** কেউ একই কম্পিউটার দিয়ে একই সাইট  থেকে একের অধিক একাউন্ট খুলবেন না এতে একই IP Address ব্যবহারকারী ২ টি একাউন্টই ব্লক করে দিবে ঐ সাইট  এবং কেউ কোনো কোম্পানি বা ব্যাঙ্ক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এ সাইট গুলাতে প্রবেশ না করাটা উত্তম কারণ প্রতিষ্ঠান গুলা গ্লোবালি একই IP Address ব্যবহার করে থাকে।

বিদায় বলব না আপনাদের যেকোনো প্রয়োজনে আমি যদি সাহায্য  করতে পারি, ভালো লাগবে। যোগাযোগ করবেন।


Monday, August 3, 2015

সুমন গ্রেপ্তার, ‘বেবি অব নাজমা’ ভালোর দিকে

মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মা ও মায়ের পেটে থাকা শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার মূল আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমন ও অপর আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রাজধানী থেকে সেন সুমনকে র‍্যাব ও মাগুরা থেকে ১৩ নম্বর আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে মাগুরার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু ‘বেবি অব নাজমা’র খাওয়াদাওয়ার পরিমাণ একটু একটু করে বাড়ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সে ও তার মা নাজমা বেগম দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ওয়ার্ডে চিকিৎসাধীন।
র‍্যাব দাবি করেছে, আজ সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর থেকে সেন সুমনকে গ্রেপ্তার করা হয়। তবে এর আগে আজ দুপুর থেকেই তাঁকে গ্রেপ্তারের কথা শোনা যাচ্ছিল। বিকেলে মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ওরফে মুক্তা বলেন, ঢাকার কল্যাণপুরে বন্ধুর বাসা থেকে সেন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেন সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি। সন্ধ্যায় র‍্যাব সদর দপ্তর থেকে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ পরে প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় র‍্যাব-৪ কল্যাণপুর থেকে সেন সুমনকে গ্রেপ্তার করেছে।
এদিকে এ মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা জেলা ডিবি পুলিশের পরিদর্শক ইমাউল হক প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি বাস থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত ১৬ জন আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে জেলা ডিবি পুলিশ এ মামলার ৫ নম্বর আসামি মো. সুমন ও ১৪ নম্বর আসামি সোবহানকে গ্রেপ্তার করেছিল।
শিশুটির অবস্থা ‘ভালোর দিকে’
বেবি অব নাজমার অবস্থা ‘ভালোর দিকে’ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকেরা। শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ শিউলি প্রথম আলো কে বলেন, ‘শিশুটির অবস্থা ভালোর দিকে। তার খাওয়া-দাওয়ার পরিমাণ একটু একটু করে বাড়ছে। কিন্তু ওর ওজন কম, সময়ের অনেক আগে জন্মেছে। ঝুঁকিমুক্ত বলছি না। তবে যেদিন ওকে মায়ের কোলে দিতে পারব সেদিনই নিশ্চিতভাবে বলা যাবে ও ভালো আছে।’
শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া বলেন, তাঁর স্ত্রী নাজমার সঙ্গে এখনো মেয়ের দেখা হয়নি। নাজমা উচ্চ রক্তচাপে ভুগছেন। শিশুটিকে দেখলে নাজমার শারীরিক অবস্থা খারাপ হতে পারে, এই আশঙ্কায় মেয়েকে দেখতে দেওয়া হয়নি।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের ভেতরে থাকা শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে দেয়। মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর পাঠানো হয় তার মাকে। ওই ঘটনায় গুলিবিদ্ধ ও বোমায় আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া পরদিন মারা যান।

Sunday, August 2, 2015

আফ্রিদি-আনোয়ার ঝড়ে পাকিস্তানের জয়

স্নায়ুর ওপর ছোট্ট একটা ঝড়ই গেল দর্শকদের। ৫ বলে ৫ রান দরকার পাকিস্তানের। টি-টোয়েন্টিতে এমন কোনো কঠিন সমীকরণ নয়। তবে শ্রীলঙ্কার দরকার ছিল মাত্র একটি উইকেট। বিনুরা ফার্নান্দের স্লোয়ার ডেলিভারিটা ইমাদ ওয়াসিম মারলেন লং-অন দিয়ে উড়িয়ে। বল নয়, উড়ে গেল লঙ্কানদের সিরিজে সমতা আনার স্বপ্ন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের এ জয়ে সবচেয়ে বড় ভূমিকা শহীদ আফ্রিদি ও আনোয়ার আলীর ঝোড়ো দুটি ইনিংস। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল পাকিস্তান। 
১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের জয়টা ফিকেই হতে বসেছিল একটা সময়। ৭.২ ওভারে ৪০ রানে ৫ উইকেটের পতন। দলকে কক্ষপথে ফেরায় মোহাম্মদ রিজওয়ান ও শহীদ আফ্রিদির ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি। এর মধ্যে আফ্রিদির অবদান ৪৪ রান। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাট থেকে আসে ২২ বলে ৪৫ রানের ঝোড়ো এক ইনিংস। আফ্রিদি বিদায়ের পরও ম্যাচে ছিল শ্রীলঙ্কা। তখনো পাকিস্তানের দরকার ৩৫ বলে ৬৬ রান। লঙ্কানদের চূড়ান্ত সর্বনাশ করেন নয়ে নামা আনোয়ার। ১৭ বলে ৪৬ রান করা আনোয়ারই কেড়ে নেন শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন। অষ্টম উইকেটে ইমাদকে ​নিয়ে ওভারপ্রতি ১২.৮৮ রানে গড়েন ৫৮ রানের কার্যকরী এক জুটি। দারুণ এক ইনিংস খেলা আনোয়ারই ম্যাচসেরা। 
প্রথম ব্যাট করে শিহান জয়াসুরিয়ার ৪০ ও চামারা কাপুগেদেরার অপরাজিত ৪৮ রানের সুবিধা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান তোলে শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত আফ্রিদি-আনোয়ারের বিস্ফোরক ব্যাটিংয়ে সব চেষ্টা বৃথা শ্রীলঙ্কার। সীমিত ওভার ক্রিকেটে এপ্রিলে বাংলাদেশের কাছে নাকাল হওয়ার পর দেশের বাইরে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান।

Friday, July 31, 2015

Our Responsibility

Bangladesh may be an imarginng tiger in Cricket and also an imarging tiger for south asian economy, but infortunately we are unable to reach our goal or satisfactory level.What is the reason behind it??