Saturday, September 19, 2015

মাত্র ১৭ হাজার টাকায় ল্যাপটপ!!!

স্মার্টফোনের পর এবার বাজারে ল্যাপটপ আনল ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। তবে ল্যাপটপটি মূলত একটি ট্যাব। এটির সঙ্গে বিশেষ কিবোর্ড ডক জুড়ে দিলে মনে হবে ল্যাপটপ। এটি ক্যানভাস সিরিজের। যার নাম ক্যানভাস ‘ল্যাপট্যাব’।

Micromax-Laptab
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ইন্টেলের অ্যাটম প্রসেসর। ডিসপ্লে ১০.১ ইঞ্চির। কিবোর্ড ফ্রেবিক দিয়ে তৈরি। ল্যাপটপটির ডিসপ্লে ডব্লিউএক্সজিএ আইপিএস প্রযুক্তির। প্রসেসর ১.৮ গিগাহার্টজের অ্যাটম। যদিও ল্যাপটপটিতে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে। ব্যবহারকারীরা চাইলে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড করে নিতে পারবেন। ল্যাপটপটির র্যা ম ২ জিবি। ব্যাটারি ৭ হাজার ৭০০ মিলি অ্যাম্পায়ারের। বিল্টইন মেমোরি আছে ৩২ জিবি। সঙ্গে ফ্রিতে মিলছে ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ। এটির ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

সব মিলিয়ে ভারতের বাজারে এর দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬৪৩ টাকা।

No comments:

Post a Comment