সিম্ফনি জেড ফাইভ প্রো বাজারে নিয়ে এলো নতুন চমক এবং চমত্কার ফিচার নিয়ে এলো বেশ অল্প দামে।নতুন সংসকরণসহ মবিলেফোনটি আগামী দুই এক দিনের মধ্যে বাজারে আসছে।
৫.১ androide ললিপপ ডুয়াল সিম সেটটির উভয় পশে রয়েছে গরিলা গ্লাস ৩। ২৩০০এম এ এইচ এর ব্যাটারীর
এইচডি ভিডিও (১২৮০*৭২০) দেখা যাবে ৫ইঞ্চি ডিসপ্লেতে। রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাশাপাশি ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ৪পি ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে প্রানবন্ত সব সেলফি। ১.৪ অক্টাকোর্ প্রসেসর এর সাথে থাকছে ২জিবি র্যাম। এছাড়া থাকছে ১৬জিবি স্টোরেজের যা ৩২জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এই হ্যান্ডসেট টিতে ব্যবহার করা হয়েছে অত্যধুনিক 'ইমার্জেন্সি রেসকিউ ফিচার সাপোর্ট ' যা একবারে নতুন একটি ফিচার। মোবাইলটির দাম নির্ধারণ করা হয়ছে ১৩,৯৯০ টাকা।
No comments:
Post a Comment