Sunday, October 4, 2015

পিটিসি সাইটের ধোকা থেকে বেচে অনলাইনে আয় করতে চাইলে টিউনটি মনোযোগ দিয়ে একবার পড়ুন

সাগতম সবাইকে। টিটি-তে এটা আমার প্রথম টিউন যা এখানে শেয়ার করলাম । আসলে দীর্ঘদিন ধরে টিটিসহ অন্যান্য আইটি সাইটগুলোতে নানাধরনের টিউন পড়ে যাচ্ছি। তাই ওই অভিজ্ঞতা দিয়ে আজ আপনাদের জন্য একটা টিউন তৈরি করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

সূচনাঃ টিউনটার বিষয়বস্তু পিটিসি সাইট ও তাদের ধোকাবাজি। অনলাইনের কাজ করার মত আমাদের অনেকের জ্ঞান নাই বা ঐ জ্ঞান বা যোগ্যতা অর্জন করতে যে ধোর্য ও অধ্যবসায় দরকার তা নেই বা বলতে পারেন সারাদিন অফিস ও অন্য কাজ করে এই কাজ শিখার সময় আমাদের হাতে থাকে না, তবে টাকা আয় করার আগ্রহ সবার কম বেশি আছে। তাই আমরা পিটিসি সাইটগুলোর দারস্ত হই অনেকদিন পরিশ্রম করে টাকা পাওয়ার সময় হলে ঐ পিটিসি সাঈট নানা অজুহাতে পেমেন্ট না দিয়ে খালি থালা ধরিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দেয়। এতে অনেকে হতাশ হয়ে এই পথ থেকে অনেক দূরে শুধু সরে যান না তার যত আত্তীয়সজন আছে সবাইকে এই জগত থেকে একশ হাত দূরে রাখেন।

যাইহোক আপনাদের থিউরি ক্লাশ শেষ এবার প্র্যাক্টিকেল ক্লাশ শুরু হচ্ছে। আজ সকালে অন্য একটা সাইটে একজন বড় ভাই টপ টেন পিটিসি সাইটের একটা লিস্ট দিল, টিঊনটা পড়ে প্রথমে ভাল লাগল পরক্ষণে মনে হল এতগুলো পিটিসি সাইট পেমেন্ট দিলে আমাদের দেশের সবাই এসব সাইটে কাজ করে টাকা পায় না কেন শ?? তাই সাইটগূলো ফেক না রিয়েল তা চেক করে আমি পুরো হতাশ।

কার্যাবলীঃ

প্রথমে দেখে নিন বড় ভাইয়ের দেয়া টপ টেন লিস্টটিঃ

1. Buxept.com

2. HQbux.com

3. My6clix.com

4. Useclix.com

5. Neobux.com

6. Clixsense.com

7. Clixten.info

8. Familyclix.com

9. Cleverbux.com

10. Clixmension.com

তারপর আমি প্রতিটা সাইটের URL কপি করে এখনের ব্লগের ডান পাশের Scam site Ditector -এ পেস্ট করে দিলাম যার রেজাল্ট দেখে আমি সত্যি অবাক হলাম প্রায় প্রতিটা সাইট ফেক শুধুমাত্র ২টা ছাড়া।

আমার কথা বিলিভ না করে আপনারা একবার চেক করুন মনে শান্তি পাবেন। খুব একটা কঠিন কোন কাজ নয় প্রথমে ব্লগের ডান পাশের Scam site Ditector নতুন একটি ট্যাবে খুলুন...

তারপর আস্তে আস্তে উপরের সাইটগুলোর লিঙ্কগুলো কপি করে এ সাইটের নির্দিষ্ট স্থানে পেস্ট করে এন্টার দিন ব্যস পেয়ে যাবেন আপনার ফলাফল। তারপরও সমস্য হলে নিচের থাম্বানিল গুলো ফলো করুন।

১.নিচের লিঙ্কের মত করে যে কোন সাইটের লিঙ্ক কপি করুন





২. নিচের মত করে চেক করে নিন কোনটি ফেক সাইটঃ


যাই হোক প্র্যাক্টিক্যাল শেষ এখন ফলাফল আপনাদের হাতে। সব গুলো সাইট ঘুরে যে ফলাফল পেয়েছি তাতে খুব ভাল লেগেছে কারণ যে ২টা সাইট High Ttust Rating Or safe পাওয়া গেল তার একটিতে আমার আগে থেকে একাউন্ট ছিল(clixsence) আর অন্যটিতে আজ একাউন্ট খুলে ফেললাম। আপনাদেরকে বলব সময় নষ্ট না করে নিচের লিঙ্ক থেকে আপনার একাউন্ট ২ টি খুলে নিন এখুনি।

1. Register to clixsence

 clixsence -এ কাজ করার সকল পদ্ধতি আমার ব্লগের online Earning ম্যানুতে পাবেন।

আমার ফেসবুক পেজ social responsibility ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন।
আজকের মত বিদায় নিলাম আবার হয়ত দেখা হবে।ভাল থাকবেন।

No comments:

Post a Comment