Thursday, September 24, 2015

স্মার্টফোন ভিজলে কি করবেন জেনে নিন...

কখনো কখনো হাত ফসকে পানিতে, চায়ে কিংবা কফিতে পড়ে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোনটি। ভাবছেন পড়া মাত্র নষ্ট হয়ে গেল আপনার প্রিয় ফোনটি। ভাবার কোন কারণ নেই। কারণ একটু সচেতন হলেই আপনার ফোনটি রক্ষা করা সম্ভব।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বণে ভেজা স্মার্টফোনকে বাঁচানোর কয়েকটি টিপস নিচে দেওয়া হলো:

এক. প্রথমে ব্যাটারি স্টিকার চেক করুন:
কোন কারণে স্মার্টফোন ভিজে গেলে প্রথমেই এর ব্যাটারি স্টিকার চেক করুন। যদি আপনার ফোনটির ওয়্যারেন্টি থাকে তাহলে এটি ভিজলেও কোনো ক্ষতি নেই। আর যদি আপনি ফোনটি ক্ষতিগ্রস্থ অবস্থায় খুজেঁ পান তাহলে সাথে সাথেই এর ব্যাটারি খুঁলে ফেলুন।

দুই. তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন:
স্মার্টফোনটি ভেজার সাথে সাথে বড় ধরনের ক্ষতি এড়াতে তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নরম কাপড় বা টিস্যু দিয়ে পানি মুছে ফেলুন। সেই সাথে স্মার্টফোনের ব্যাটারি, সিম, ম্যামোরি কার্ড খুলে ফেলে সেগুলোও বাতাসে শুকাতে দিন।

তিন. পুঙ্খানুপুঙ্খ ভাবে ফোন মুছে ফেলুন:
নরম কাপড় দিয়ে ফোনটি ভালোভাবে মুছে ফেলুন। এমনকি যদি সম্ভব হয় তাহলে ফোনের পানি বের করার জন্য একটা ছোট ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে চুল শুকানোর মেশিন ব্যবহার না করাই ভালো।

চার. বাটিতে চাল নিয়ে তার মধ্যে ফোনটি রাখুন:
ভেজা স্মার্টফোনটি রাতভর বাটির চালে ডুবিয়ে রেখে দিন। তাহলে চাল এটি থেকে আর্দ্রতা চুষে নিবে। এতে করে আপনার ফোনটি ভালো থাকবে।

পাঁচ. স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা অপেক্ষা করুন:
ভেজা স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা কিংবা আরও বেশি সময় অপেক্ষা করলে ভালো হয়। এমনকি এর অন্য প্রয়োজনীয় উপাদানগুলোও ভালোভাবে শুকিয়ে নিন। এরপর স্মার্টফোনে সব উপাদান ঠিকঠাকমতো লাগিয়ে এটি চালু করুন। চালু না হলে পাশাপাশি কোন কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

ছয়. বাতাসে শুকান:
স্মার্টফোনের ভেজা উপাদানগুলো কোন খোলা রুমে ফ্যানের নিচে রাখা ঠিক নয়। এগুলো বাতাসে তথা এয়ার কন্ডিশনের সামনে ধরলে কয়েক মিনিটের মধ্যেই তা শুকিয়ে যায়।



Monday, September 21, 2015

Androide ফোনের প্রয়োজনীয় সব Software

Facebook Messenger

Version: 41.0.0.13.125 (15118308)

Uploaded: September 19, 2015 at 11:02PM GMT+0600

File size: 18.39 MB (19,278,373 bytes)

Minimum Android version: Android 4.0.3+ (Ice Cream Sandwich, API 15)

Opera Mini

Version: 11.0.1912.95711 (111095711)

Uploaded: September 8, 2015 at 2:38PM GMT+0600

File size: 3.22 MB (3,379,629 bytes)

Minimum Android version: Android 2.3+ (Gingerbread, API 9)

UC Browser
Version: 10.7.0 (202)

Uploaded: September 7, 2015 at 9:09PM GMT+0600

File size: 17.23 MB (18,066,137 bytes)

Minimum Android version: Android 2.3+ (Gingerbread, API 9)

Google Play Store
Version: 5.9.12 (80391200)

Uploaded: September 16, 2015 at 1:27AM GMT+0600

File size: 13.22 MB (13,859,135 bytes)

Minimum Android version: Android 2.3+ (Gingerbread, API 9)

Whats App
Version: 2.12.286 (450701)

Uploaded: September 18, 2015 at 12:05AM GMT+0600

File size: 22.64 MB (23,741,287 bytes)

Minimum Android version: Android 2.1+ (Eclair, API 7)

Facebook Lite
Version: 1.12.0.94.215 (26)

Uploaded: August 25, 2015 at 12:37PM GMT+0600

File size: 0.44 MB (461,620 bytes)

Minimum Android version: Android 2.2+ (Froyo, API 8)

YouTube
Version: 10.37.56 (107756130)

Uploaded: September 19, 2015 at 8:45PM GMT+0600

File size: 16.17 MB (16,953,703 bytes)

Minimum Android version: Android 4.0.3+ (Ice Cream Sandwich, API 15)

Maximum Android version: Android 5.1 (Lollipop, API 22)

Instagram
Version: 7.7.0 (15123498)

Uploaded: September 19, 2015 at 1:06PM GMT+0600

File size: 10.03 MB (10,515,348 bytes)

Minimum Android version: Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)

Google Street View
Version: 2.0.0.101851429 (21554)

 
Uploaded: September 3, 2015 at 8:08AM GMT+0600

File size: 30.03 MB (31,483,969 bytes)

Minimum Android version: Android 5.0+ (Lollipop, API 21)

FireChat
Version: 7.2.0 (720)

Uploaded: September 19, 2015 at 9:42PM GMT+0600

File size: 8.61 MB (9,030,859 bytes)

Minimum Android version: Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)

Skype
Version: 6.2.0.17000 (100811368)

Uploaded: September 15, 2015 at 8:34PM GMT+0600

File size: 30.89 MB (32,393,612 bytes)

Minimum Android version: Android 4.0.3+ (Ice Cream Sandwich, API 15)

Android Pay
1.0.103342659-930001308-minAPI19.apk

Version: 1.0.103342659 (930001308)

Uploaded: September 19, 2015 at 5:03AM GMT+0600

File size: 7.54 MB (7,906,481 bytes)

Minimum Android version: Android 4.4+ (KitKat, API 19)

YouTube Gaming
Version: 1.0.0.8 (10000083)

Uploaded: August 26, 2015 at 9:47AM GMT+0600

File size: 9.71 MB (10,186,783 bytes)

Minimum Android version: Android 4.1+ (Jelly Bean, API 16)

Email
Version: 7.0-1669963 (7008110)

Uploaded: March 26, 2015 at 3:47AM GMT+0600

File size: 5.49 MB (5,753,121 bytes)

Minimum Android version: Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)

এবার গুগল প্লে স্টোর থেকে কিছু প্রয়োজনীয় অ্যাপের লিংক দিচ্ছিঃ
SHAREit - Connect & Transfer
Updated:  September 17, 2015

Installs:  50,000,000 - 100,000,000

Current Version:  3.0.8_ww

Requires Android: 2.2 and up

Bangla Dictionary (bangla-english and english-bangla)
Updated:  March 12, 2015

Size: 13M

Installs:  1,000,000 - 5,000,000

Current Version:  Iris

Requires Android:  2.3 and up

Ridmik Keyboard
Updated: March 16, 2015

Size: 2.7M

Installs: 1,000,000 - 5,000,000

Current Version:  4.1

Requires Android:  2.2 and up

Clipper - Clipboard Manager
Updated: July 5, 2015

Size: 3.1M

Installs:  1,000,000 - 5,000,000

Current Version: 2.4.6

Requires Android:  2.3 and up

যদি টিউনটি ভাল লেগে থাকে, তাহলে লেখককে একটি ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু।

আর যদি এটি আপনের উপকারে লাগবে বলে মনে হয় তাহলে প্রিয় টিউনে রাখতে ভুলবে না।

Sunday, September 20, 2015

৪৯ ডলারে ট্যাব নিয়ে আসছে আমাজন!!!

বিশ্বের শীর্ষ অনলাইনে বেচাকেনার সাইট অ্যামাজন ডটকম মাত্র ৪৯.৯৯ মার্কিন ডলারে ট্যাব বাজারে ছাড়তে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩ হাজার ৮৮৮ টাকা।

‘অ্যামজান ফায়ার ট্যাব’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অ্যামজান ফায়ার ট্যাব’ নামের এই গ্যাজেটটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকেই বিভিন্ন দেশের গ্রাহকরা কিনতে পারবেন।

ডিভাইসটি উন্মোচনের তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলেও আপাতত এর প্রি অর্ডার নেওয়া হচ্ছে। তবে অ্যামাজন জানিয়েছে, প্রি অর্ডারকারী গ্রাহকদের জন্য ট্যাবটি ফ্রি শিপিংয়ে তাদের হাতে পৌঁছে দিবে তারা।

ফিচারের দিক থেকে এই ৭ ইঞ্চির এই ট্যাবটিতে রয়েছে আইপিএস ডিসপ্লে এবং রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ জিবি অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ট্যাবটিতে রয়েছে ১ জিবি র‍্যাম এবং ফ্রি আনলিমিটেড ক্লাউড স্টোরেজ।

এতে ব্যবহার করা হয়েছে, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ ফায়ার ওস ফাইব। ডিভাইসটি একবার চার্জ করে নিলে টানা সাত ঘন্টা সচল থাকবে।

অ্যামাজনের ঘোষণা মতে, কেউ পাঁচটি ট্যাব এক সঙ্গে অর্ডার দিলেই একটি ট্যাব তাকে দেওয়া হবে একদম ফ্রি।

কেউ চাইলে আমাজনের এই লিংকে https://www.amazon.com/gp/gw/ajax/s.html এ গিয়ে ডিভাইসটি কেনার জন্য অর্ডার দিতে পারবেন।

Saturday, September 19, 2015

মাত্র ১৭ হাজার টাকায় ল্যাপটপ!!!

স্মার্টফোনের পর এবার বাজারে ল্যাপটপ আনল ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। তবে ল্যাপটপটি মূলত একটি ট্যাব। এটির সঙ্গে বিশেষ কিবোর্ড ডক জুড়ে দিলে মনে হবে ল্যাপটপ। এটি ক্যানভাস সিরিজের। যার নাম ক্যানভাস ‘ল্যাপট্যাব’।

Micromax-Laptab
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ইন্টেলের অ্যাটম প্রসেসর। ডিসপ্লে ১০.১ ইঞ্চির। কিবোর্ড ফ্রেবিক দিয়ে তৈরি। ল্যাপটপটির ডিসপ্লে ডব্লিউএক্সজিএ আইপিএস প্রযুক্তির। প্রসেসর ১.৮ গিগাহার্টজের অ্যাটম। যদিও ল্যাপটপটিতে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে। ব্যবহারকারীরা চাইলে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড করে নিতে পারবেন। ল্যাপটপটির র্যা ম ২ জিবি। ব্যাটারি ৭ হাজার ৭০০ মিলি অ্যাম্পায়ারের। বিল্টইন মেমোরি আছে ৩২ জিবি। সঙ্গে ফ্রিতে মিলছে ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ। এটির ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

সব মিলিয়ে ভারতের বাজারে এর দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬৪৩ টাকা।

ফেসবুক জীবন দেখুন ৬২ সেকেন্ডে

প্রতিদিনই আমরা সুখ-দুঃখ, রাগ, আবেগ-অনুভূতির অনেক ছবিই ফেসবুকে আপলোড করি। আপলোড করা সেইসব ছবিতে কত কথাই না লুকিয়ে আছে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা হয়তো ভুলে যাই অনেক পুরানো স্মৃতির কথা।

Facebook
ছবিগুলো যদি একসঙ্গে আপনার চোখের সামনে পরপর চলতে থাকে। তাহলে মুহূর্তে আপনার ধূসর স্মৃতি আবার হয়ে উঠবে সবুজ।
ফেসবুকে ‘এ লুক ব্যাক’ নামের টুল ঠিক সেই কাজটাই করেছে মাত্র ৬২ সেকেন্ডের মধ্যে। আপনার প্রোফাইলে আপলোড করা সব ছবি ভিডিও আকারে দেখতে পাওয়া যাবে। সেই ভিডিওতে, যখন থেকে আপনি ফেসবুকে আছেন তখন থেকে আপনার আপলোড করা সব ছবি দেখা যাবে।
আপনার ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন:

FACEBOOK LOOKBACK

এর পাশাপাশি আপনি দেখে নিতে পারবেন আপনার সবচেয়ে বেশী `লাইক`পাওয়া ছবি। আপনার ফেসবুক জীবনের এই ভিডি সবার সঙ্গে শেয়ারও করতে পারবেন। দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার ছবি দেখতে দেখতে হয়ত আবেগআপনাকে ভরও করতে পারে।
আপনার এই ভিডিওটিকে নিজের মতো করে এডিট করতে পারেন।

Friday, September 18, 2015

Symphony Z5 Pro comes with new Dimention with great feature

সিম্ফনি জেড ফাইভ প্রো বাজারে নিয়ে এলো নতুন চমক এবং চমত্কার ফিচার নিয়ে এলো বেশ অল্প দামে।নতুন সংসকরণসহ মবিলেফোনটি আগামী দুই এক দিনের মধ্যে বাজারে আসছে। 


৫.১ androide ললিপপ ডুয়াল সিম সেটটির উভয় পশে রয়েছে গরিলা গ্লাস ৩। ২৩০০এম এ এইচ এর ব্যাটারীর 
এইচডি ভিডিও  (১২৮০*৭২০) দেখা যাবে ৫ইঞ্চি ডিসপ্লেতে। রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাশাপাশি ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ৪পি ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে প্রানবন্ত সব সেলফি। ১.৪ অক্টাকোর্ প্রসেসর এর সাথে থাকছে ২জিবি র্যাম। এছাড়া থাকছে ১৬জিবি স্টোরেজের যা ৩২জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এই  হ্যান্ডসেট টিতে ব্যবহার করা হয়েছে অত্যধুনিক 'ইমার্জেন্সি রেসকিউ ফিচার সাপোর্ট '  যা একবারে নতুন একটি ফিচার। মোবাইলটির দাম নির্ধারণ করা হয়ছে ১৩,৯৯০ টাকা। 

Saturday, September 12, 2015

খুব সহজে ৬০দিনের পূর্বে ফেইসবুকে নাম পরিবর্তন করুন............

আজ আপনাদের সাথে একটা অদ্ভুত সমস্য নিয়ে আলোচনা করব..অনলাইন জগত বলতে অনেকে হয়ত ফেইসবুক ছাড়া আর কিছু বোঝে না। নিজের ফেইসবুককে নিত্যনতুন রূপে সাজাতে গিয়ে এসব ফেইসবুক পাগল মানুষগুলোকে নানা সময় নানা সমস্য মোকাবেলা করতে দেখা যায় । যেমন.... আপনাদের অনেকের ইচ্ছে থাকে কিছু দিন পর পর নাম পরিবর্তন করা কিন্তু ফেইসবুক আইন সিদ্ধ নয় এই প্রক্রিয়া, তাই আপনাদের জন্য এই লেখাটা নিয়ে এলাম।
      আশা করি লেখাটা পড়ার পর আপনি চাইলে প্রতিদিন একবার করে নাম পরিবর্তন করতে পারবেন,তাই পুরা স্ক্রিনশর্টসহ আপনাদের কাছে টিউনটি উপস্থাপন করলাম :-
১.নিচের কোডটি লিখুন-